• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

কলম যুদ্ধে নামছে দৈনিক “দেশবাংলা”র এক ঝাঁক পেশাদার সংবাদকর্মী

ডেক্স রিপোর্ট / ৩৫৭ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১ জুলাই, ২০২২

কলম যুদ্ধে নামছে “দেশবাংলা”র এক ঝাঁক পেশাদার সংবাদ কর্মী। সময় যেনো যাচ্ছে না, আগ্রহের শেষ নেই। চোখ যেন আবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কাগজের দিকে। এ দেশের পেশাদার সাংবাদিকতা যখন ব্যবসায় পরিণত হয়েছে ঠিক সেই সময়ে সংবাদ ও সাংবাদিকতার মান অক্ষুণ্ণ রাখার দৃঢ় সংকল্প নিয়ে বাজারে আসছে। ড,ফেরদৌস আহমদ কোরেশী’র- একাত্তরে রণাঙ্গনের মুখপাত্র- দৈনিক দেশবাংলা। বুলেট দিয়ে দেশ স্বাধীন করতে নয়। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা ও দেশের নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কলম দিয়ে সত্যে উপনীত করার যুদ্ধে নামছে দৈনিক দেশবাংলা পরিবার।

অনুসন্ধানী সাংবাদিকতা আইকন,পেশাদার সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী সেলের প্রধান সাঈদুর রহমান রিমন এর সম্পাদনায় ও দক্ষিণ বঙ্গের সংবাদ জগতে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চোখ মুর্তমান আতঙ্কে নাম মুহূর্তেই সংবাদ, সংবাদ তৈরির যাদুকর, হেড অফ নিউজ সজীব আকবর এর সার্বিক তত্ত্বাবধানে এক ঝাঁক প্রকৃত কলম সৈনিক নিয়ে আপোষহীন যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে । দেশবাংলা পরিবারে থাকছে সৎ, দক্ষ, প্রতিবাদী নির্যাতিত-নিপীড়িত সংবাদকর্মীরা। সাংবাদিকদের মালিকানা ও পরিচালনাশ সাংবাদিকতার অটুট বন্ধন তৈরি করছে দৈনিক দেশবাংলা।
এই যুদ্ধে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি দৈনিক দেশবাংলা পত্রিকার সকল কলাকুশলীবৃন্দকে।

খোন্দকার আব্দুল্লাহ বাশার
দৈনিক দেশবাংলা
ঝিনাইদহ-৩ ( কোটচাঁদপুর-মহেশপুর) সংসদীয় আসন এলাকা।
সাধারণ সম্পাদক
কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি
কোটচাঁদপুর-ঝিনাইদহ।


আরো পড়ুন