• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

শিক্ষক নিগ্রহ নির্যাতন ও হত্যার প্রতিবাদে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি / ১৬২ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১ জুলাই, ২০২২

শিক্ষক নিগ্রহ নির্যাতন ও হত্যার প্রতিবাদে ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নজরুল ভাস্কর্যের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, ট্রেজারার মো. জালাল উদ্দীন, কলা অনুষদের ডিন আহমেদুল বারী, সংগীত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জাহিদুল কবীর, বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সুজন আলী, চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান এমদাদুর রাশেদ শোখন, সাধারন সম্পাদক ড. মো: তুহিনুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. শফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক উপদেষ্টা তপন কুমার সরকার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগড়। শিক্ষা জাতির মেরুদন্ড।  আমরা চাই সারাদেশের শিক্ষককে যারা নির্যাতিত ও লাঞ্চিত করেছে অবিলম্বে দোষীদের সঠিক বিচারের দাবি ও  এ নেক্কারজনক ঘটনা তীব্র নিন্দা প্রকাশ করছি।


আরো পড়ুন