• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি / ১৫০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় শশী ফাউন্ডেশনের বাস্তবায়নে বিএনএফ শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সৌমিত্র শেখর।

 

বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে রেজিস্টার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাংবাদিক খোরশিদুল আলম মুজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদুল বারী, প্রক্টর উজ্জল কুমার প্রধান, ছাত্র বিষয়ক উপদেষ্ঠা তপন কুমার সরকার, ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণ প্রমুখ।

অনুষ্ঠানে ৫৭ জন শিক্ষার্থীর প্রতিজনকে ৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।


আরো পড়ুন