• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

কোন কৃষক সেবা থেকে বঞ্চিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে রাকাব ব্যবস্থাপনা পরিচালক “আব্দুল মান্নান”

নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট প্রতিনিধি / ৩৪৬ বার পঠিত
আপডেট: সোমবার, ৩০ মে, ২০২২

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জয়পুরহাট জোনের মুনাফা বৃদ্ধিসহ শাখা ব্যবস্থাপকদের পারফরমেন্স মূল্যায়ন সভা সোমবার সকাল ৯ টায় জয়পুরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জোনের জোনাল ব্যবস্থাপক শাকিল মাহমুদ এর সভাপতিত্বে উপ্রধান অতিথির বক্তব্যদেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বলেছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে কৃষকের উন্নয়ন করতে হবে। এ লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। যদি কোন কৃষক সেবা বঞ্চিত হয় তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার ঘোষিত ৪ শতাংশ সুদে পুন:অর্থায়ন স্কিমের আওতায় ২০ কোটি টাকা লক্ষমাত্রার বিপরীতে এ পর্যন্ত ১০৭৫ জন কৃষকের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হয়রানি মুক্তভাবে কৃষকদের মাঝে এই ঋণ বিতরণ করতে হবে। চলতি অর্থবছরে রাকাব, জয়পুরহাট জোনে কৃষি ও সিএমএসএমই খাতে সর্বমোট ১৮৭.০০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে কৃষকদের দারপ্রান্তে পৌছে গেছে রাকাব। বিষয়টি সকলকে জানাতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে।

জয়পুরহাট জোনের ১৫টি শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন