• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

ময়মনসিংহের মাসকান্দায় খুনের ঘটনায় ৪ জনসহ ৬ জন গ্রেফতার

বদরুল আমীন, স্টাফ রিপোর্টার / ২৬১ বার পঠিত
আপডেট: সোমবার, ২৩ মে, ২০২২

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

শহরের মাসকান্দা এলাকায় প্রেম করে বিয়ে করার জেরে দুপক্ষের অভিভাবকদের মধ্যে টানাপোড়েন চলছিল। গতকাল সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় উক্ত টানাপোড়নের জের ধরে ছেলে পক্ষের ছেলের মা, মামা সহ ৪/৫ জন এসে দোকানের ভিতর মেয়ের বাবাকে তর্কাতর্কির এক পর্যায়ে মারধর শুরু করে ।এক পর্যায়ে তার শরীরে ছুরিকাঘাত করলে গুরুতর জথম প্রাপ্ত হয়ে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বড় ভাই বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনায় জড়িত আসামীদেরক অদ্য সকালে ফুলপুর থানা এলাকা হতে অতি দ্রুততম সময়ে মধ্যে আসামী আনিস আহম্মেদ (২৫), মোঃ সাদ্দাম (২২), উভয় পিতা-মন্তাজ আলী, মন্তাজ আলী (৭০), পিতামৃত-কাশেম আলী, সর্ব সাং- মাসকান্দা হাইস্কুল রোড, আকন্দ বাড়ী শাহী মসজিদ সংলগ্ন, ও মোছাঃ রানু বেগম (৪২), পিতা-মন্তাজ আলী, স্বামী-আনোয়ার হোসেন, সাং- :-শিকারীকান্দা, মীরবাড়ী, সর্ব খানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহগনদেরকে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তন্মধ্যে দুজন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বাকি দু’জনকে রিমান্ডের আবেদন করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করা এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী থাগডহর সাকিনস্থ রহমতপুর বাইপাসের সাশে আজহার ফিলিং ষ্টেশনের সামনে রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ১। মোঃ মোতালেব হোসেন (৪০), পিতামৃত-হেলাল উদ্দিন, সাং-পয়ারকান্দি, থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে মোট ৩৬ (ছত্রিশ) লিটার ৪০০ (চারশত) মিলিলিটার কখিত চোলাই মদ, যাহার মোট মূল্য অনুমান ৭,২৮০/-(সাত হাজার দুইশত আশি)টাকা এবং ০১টি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করেন।

এসআই (নিঃ) মোঃ শাহজালাল এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নান্দাইল, ময়মনসিংহ এর বারান্দায় হইতে চুরি মামলার আসামী ১। মোঃ আয়নাল হক (৩৫), পিতা-মৃত: আবুল বাশার, সাং- চর ঈশ্বরদিয়া, জাহাঙ্গীর চেয়ারম্যানের ফিসারীর পাশে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।


আরো পড়ুন