• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

সাপাহারে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

হারুনুর রশিদ, সাপাহার উপজেলা (নওগাঁ) প্রতিনিধি / ১৫৯ বার পঠিত
আপডেট: সোমবার, ২৩ মে, ২০২২

জীববৈচিত্র্য সংরক্ষণ করি, সবার ভবিষ্যৎ নিশ্চিত করি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে উপজেলার আইহাই ইউনিয়নের মধুইল বাজারে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিবসটির উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।

এসময় ফাহাদ ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জীববৈচিত্র্য সংরক্ষণের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা বন কর্মকর্তা জাহিদুর রহমান, আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু মাস্টার, আইহাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল, জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা খায়রুল ইসলাম, ডাঃ মোজাম্মেল হক, মানবিক বাংলাদেশ সোসাইটির সভাপতি শাহরিয়ার রাসেল, সমাজসেবক মনিরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা।


আরো পড়ুন