• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দু-জনের মৃত্যু

আবু তালহা, স্টাফ রিপোর্টার / ৩৪৩ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২০ মে, ২০২২
ট্রেনের কাটা পরে মুদি দোকদার মির হোসেনের মৃত্যু !

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল মান্নান (৭৩) ও জুনায়েদ হোসেন (৮) নামের দুজন নিহত হয়েছে।

শুক্রবার (২০ মে) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আব্দুল মান্নান উপজেলার কাজীপুরা গ্রামের বাসিন্দা ও তার নাতি জুনায়েদ হোসেন। তারা দুজনে আত্মীয় বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিল জামতৈল রেলওয়ে স্টেশন পারাপারের সময় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুজনই একই পরিবারের সম্পর্কে নানা নাতি আত্মীয় বাড়ি যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত দু জনের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।


আরো পড়ুন