• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

রুমালিয়ারছড়ায় ব্যবসায়ীর ৮ কোটি টাকার সম্পদ দখলের পাঁয়তারা

/ ৩২২ বার পঠিত
আপডেট: সোমবার, ১ জুলাই, ২০১৯

বার্তা পরিবেশক:কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়ায় এক ব্যবসায়ীর তিন তলা ভবনসহ প্রায় ৮ কোটি টাকার সম্পদ দখলে নিতে তৎপরতা শুরু করেছে এনামুল হক নামের এক ব্যক্তি। ওই ব্যক্তি একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে ভবনের মালিক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ভবনটি দখলে নিতে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছে। ভূক্তভোগী ব্যবসায়ী সরওয়ার কামাল এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার এবং কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দিয়েও রেহাই পাচ্ছেন না বলে অভিযোগ। ভূমিদস্যু এবং সন্ত্রাসী ওই বাহিনীটি পুলিশের কথাও মানছেন না। যেকোন মুহূর্তে সন্ত্রাসী বাহিনীটি ভূক্তভোগী ব্যবসায়ীর ভবনে হামলা চালিয়ে তাদের হত্যা করে পুরো ভবনই দখলে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
ভূক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়ায় ঝিলংজা মৌজার বি,এস খতিয়ান নং-১১৪৭, সৃজিত বি,এস খতিয়ান নং-১০৫৩০, তৎ হইতে আগত সৃজিত বি,এস খতিয়ান নং-১১৭৭৬, তৎ হইতে আগত সৃজিত বি,এস খতিয়ান নং-১৫৬৩৩, বি,এস দাগ নং-৯১৬৮ এ ৬ শতক জমিসহ তৎ স্থিত তিন তলা ভবনের মালিক বিশিষ্ঠ ব্যবসায়ী কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ার কোনারপাড়ার মরহুম ছৈয়দ আহমদের পুত্র সরওয়ার কামাল। ৬ শতক জমির মধ্যে ৩ শতক সরওয়ার কামালের ভাই আফছার এবং পাওয়ার অব এ্যাটর্নিমূলে অপর ৩ শতকের মালিক সরওয়ার কামাল। এভাবে উক্ত ৬ শতক জমিতে তিন তলা বিশিষ্ঠ ভবনের মালিক হিসেবে সরওয়ার কামাল দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা অবস্থায় ৯ তলা ভবন নিমার্ণের অনুমতি নিয়ে তিন তলা পর্যন্ত নিমার্ণ কাজ সম্পন্ন করেন। এ অবস্থায় সরওয়ার কামাল গত ২৭ মে পবিত্র ওমরা পালনে সৌদি আরব যাওয়ার সুযোগে ছৈয়দ নুর, এনামুল হক, ফখর উদ্দিন, গুরা মিয়ার নেতৃত্বে একটি সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু বাহিনী সরওয়ার কামালের কেয়ারটেকারকে অস্ত্রের মুখে জিম্মি করে ভবনটি দখলের চেষ্টা চালায়। খবর শুনে সরওয়ার কামাল দ্রুত দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর সন্ত্রাসীরা তাকে বাড়ি ছেড়ে দিতে হুমকি-ধমকি দিচ্ছে। সকাল-সন্ধ্যা সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছে তারা। এ অবস্থায় অসহায় হয়ে সরওয়ার কামাল গত ২৭ জুন কক্সবাজারের পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক আনছার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন। কিন্তু এরপরও সন্ত্রাসী বাহিনী প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভবন দখলে নিতে ব্যবসায়ী সরওয়ার কামালকে হত্যার হুমকি দিচ্ছে এবং অস্ত্রের মহড়া দিচ্ছে। এ অবস্থায় সহায়-সম্পদ ও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ী সরওয়ার কামাল। তিনি প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।


আরো পড়ুন