• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

লালমাই লেকল্যান্ড পার্কে’র উদ্যোগে- ২দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

/ ২৫৪ বার পঠিত
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

মোহাম্মদ জানে আলমঃ
বাংলাদেশে চড়িয়ে ছিটিয়ে সারাদেশে অনেক পরিচিত অপরিচিত অনেক পর্যটক-আকর্ষক স্থান রয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে ভ্রমণকারীরা মুগ্ধ হয়েছেন। এর মধ্যে প্রত্মতাত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ এবং মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ইত্যাদি অন্যতম। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিশেষায়িত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের কক্সবাজার।
এতে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম সহজেই চিনিয়ে দেয়।

তেমনি এক ব্যতিক্রম ধর্মী উদ্যোগ লালমাই লেকল্যান্ড পার্কের কার্যক্রম ও বৈশিষ্ট্য।
কুমিল্লা নারী উদ্যোক্তা মেলা- ২০১৯ইং উপলক্ষে- টাউন হল মাঠে, লালমাই লেকল্যান্ড পার্কে’র উদ্যোগে- ২দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের নাচ-গানে মুখরিত হয় পুরো টাউন হল মাঠ। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্কের বৈশিষ্ট্য সম্পর্কে সারাদেশে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হয়, যাতে- পর্যটকরা সহজে জানতে & চিনতে পারে। অনুষ্ঠানের শুরুতে কতৃপক্ষের ব্যাপকতা এবং লালমাই লেকল্যান্ড পার্কে’র এমডি মোঃ মীর মফিজুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

এমডি বলেন- ভিন্ন আয়োজনে সাজানো আমাদের লালমাই লেকল্যান্ড পার্ক। সময়ের সাথে পাল্লা দিয়ে, দর্শনার্থীর রুচিসম্মত পরিবেশ তৈরিই আমাদের মূল লক্ষ। সারাদেশের ন্যায়, আমাদের পার্কেও লোকজন ভিড় জমায়। সকল শ্রেণীর দর্শনার্থীর বিনোদনের জন্য ব্যবস্থা আছে। পাহাড়ের উপর বিশাল এলাকাজুড়ে সারাদেশে এটাই একমাত্র বিনোদন স্পষ্ট।
আর সেই ব্যতিক্রমধর্মী আয়োজন উপভোগ করতে সারাদেশের ভ্রমণ পিপাসুদের আহবান জানান।


আরো পড়ুন