• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

পুলিশ সুপারের কাছ থেকে পুরুস্কার গ্রহণ করলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের দফাদার নুরুল আমিন।

/ ৫১৩ বার পঠিত
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা:-
টেকনাফে কমিউনিটি পুলিশিংয়ের সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের কাছ থেকে মাদক নির্মূলে বিশেষ ভুমিকা রাখায় পুরুস্কার গ্রহণ করলেন হ্নীলা ২নং ইউনিয়ন পরিষদের দফাদার হ্নীলা পূর্ব শিকদার পাড়া ৩নং ওয়ার্ডের মৃত কামাল মুস্তফা ছেলে নুরুল আমিন। সমাজে পুলিশের ভূমিকায় কাজ করা এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে মাদক নির্মূলে বিশেষ ভুমিকা রাখায় তাকে এ পুরুস্কারে ভূষিত করা হয়।

এ সময় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কক্সবাজার জেলার ইউএনডিপির কনসালটেন্ট ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু বক্কর (পিপিএম), টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা প্রমুখ। অবশেষে নুরুল আমিন বলেন আমি আগামীতে জনসেবামূলক কাজে নিজেকে উৎসর্গ করতে চাই তাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। অবশেষে বিশাল সম্মাননায় আমাকে ভূষিত করায় আমি এসপি মহোদয়, ওসি মহোদয়সহ কমিউনিটি পুলিশের সকলেন কাছে কৃতজ্ঞ। আমি দিন রাত পরিশ্রম করে আজ আমার এই অবস্থানে এসেছি। তাই আমি চাই আমার মত সবাই একসাথে দেশপ্রেমিক হয়ে কাজ করবে। দেখবেন এই দেশ তথা টেকনাফের বুক থেকে মাদক মুক্ত ইনশাআল্লাহ হবেই হবে।


আরো পড়ুন