• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

বৃদ্ধকে বলাৎকারের মামলায় সেই এসআই কারাগারে

অনলাইন ডেস্ক / ৪৭২ বার পঠিত
আপডেট: শনিবার, ১৯ মার্চ, ২০২২

রংপুরের পীরগাছায় এক বৃদ্ধকে বলাৎকারের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার উপ-পরিদর্শক স্বপন কুমার রায়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৮ মার্চ) বিকালে মামলার পর তাকে গ্রেফতার করে পুলিশ। পরে সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পীরগাছা থানার এসআই স্বপন কুমারের সঙ্গে চাকরির সুবাদে পূর্বপরিচয় ছিল ওই বৃদ্ধের। ঘটনার দিন বুধবার রাতে এসআই স্বপন কুমার বৃদ্ধকে তার ভাড়া বাসায় ডেকে নেন। ওই বাসায় স্বপন কুমার একাই থাকতেন। রাতে বৃদ্ধকে ফলের সঙ্গে চেতনা নাশক খাওয়ানোর পর বিকৃত লালসা মেটান এসআই স্বপন কুমার।

এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে এসআই স্বপন কুমারকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ ঘটনায় বিকালে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় স্বপন কুমারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র এসব তথ্য নিশ্চিত করেছেন।


আরো পড়ুন