ময়মনসিংহের ত্রিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে আলোচনা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ত্রিশাল পৌর মিলনায়তনে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম সুমনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ¦ এবিএম আনিছুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানী, ছাত্রলীগ নেতা তারিকুল হাসান আমীর, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
আলোচনা শেষে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীর কেককাটা হয়।