• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

শিশু থিয়েটারের আয়োজনে জাতীয় শোক দিবস।

/ ৩০৮ বার পঠিত
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগঠন শিশু থিয়েটারের আয়োজনে সাধারণ , আবৃত্তি, চিত্রংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজ সেবার উপ-পরিচালক রজত শুভ্র সরকার। তিনি তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন এদেশের মানচিত্র, তিনি আমাদের আদর্শ, এদেশ স্বাধীন হয়েছিল তারই বলিষ্ঠ নেত্রীত্বে, এদেশের ক্ষমতায় যেই দলই আসুখ বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই তাকে দেশ চালাতে হবে। তোমরা বঙ্গবন্ধুর ইতিহার বইবেশি বেশি পড়বে।

শিশু থিয়েটারের প্রধান উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত এর সভাপতিত্তে ও শিশু থিয়েটারের সভাপতি পি এম বিল্লাল এর পরিচালনায় বক্তব্য রাখেন রেলওয়ে কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মাহমুদা খানম, সমাজ সেবা কার্যালের সহকারি পরিচালক গোলাম আযম, শিক্ষক মোর্শেদ আলম জয়, সুফিয়া খাতুন ফান্ডেশন এর

সভাপতি কাজী মোস্তফা কামাল, মোহন বাশিঁ সংগঠনের সভাপতি অজিত দত প্রতিভা সাংস্কৃতিক সংগঠন চাঁদপুরের সাধারণ সম্পাদক মুক্তা আক্তার শিশু থিয়েটারের নৃত্য পরিচালক ফারাবী রাহমান জুয়েল প্রতিভা সাংস্কৃতিক সংগঠন চাঁদপুরের মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার । অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরন ও আক্রাম খান নির্দেশিত মহিউদ্দীন ছড়া রূপান্তরিত নাটক বিদ্যামন্ত্র প্রদর্শিত হয়।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সোহানা,নাজমুন নাহার,কায়সান, রিদয়,জাহিদ, রিয়াদ,সিয়াম,ইয়াসমিন প্রমুখ।


আরো পড়ুন