• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০১:১২ অপরাহ্ন

জেলা শিল্পকলা একাডেমি পদক লক্ষ্মীপুরে ৮ বছরের সম্মাননা ঝুলে আছে  সাহিত্য-সংস্কৃতিকর্মীদের!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ১৩৮ বার পঠিত
আপডেট: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

তৃণমূলে শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ‘শিল্পকলা একাডেমী সম্মাননা পদক’ প্রদান শুরু করে ২০১৩ সালে। বাংলাদেশের জেলা-উপজেলা পর্যায়ে তৃণমূলে যারা শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করেন তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দেখানোই হচ্ছে এই শিল্পকলা একাডেমী সম্মাননা পদক প্রদান করা। যা জেলা-উপজেলা পর্যায়ে ‘জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা’ পদক বলে অভিহিত।
২০১৩ সালে প্রবর্তিত এই শিল্পকলা একাডেমী সম্মাননা দশটি শাখায় পাঁচটি ক্যাটাগরি. ১.কণ্ঠসঙ্গীত ২.যন্ত্রসংগীত ৩.নাট্যকলা ৪.আবৃত্তি ও ৫.লোকসংগীতের মাধ্যমে শুরু হলেও ২০১৯ সালে এসে সাহিত্য বিভাগ যোগ হয়ে ৬টি বিভাগে সম্মাননা জানানো হয়। দেশের ৬৩ জেলায় ধারাবাহিককভাবে এই সম্মান প্রদান করা হলেও লক্ষ্মীপুরে আট বছর ধরে পদক প্রদান স্থগিত রয়েছে। ২০১৩ সালের সম্মাননা পদক ২০১৪ সালে তৎকালীন জেলা প্রশাসক একেএম টিপু সুলতান প্রদান করেন। ২০২১-২০১৬ এ তিন বছরের সম্মাননার জন্য মনোনীত শিল্পীদের ২০১৭ সালে তৎকালীন জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বাছাই করে গেলেও অধ্যবধি তা প্রদান করা হয়নি। মনোনীতদের অনেকেই ইতোমধ্যে মারা গেছেন বলে খোঁজখবর নিয়ে জানা গেছে। যারা বেঁচে আছেন তাদের আক্ষেপ- জীবদ্দশায় রাষ্ট্রীয় এই সম্মানটুকু দেখে যেতে পারবেন কিনা!
জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পদকে মনোনীত শিল্পী স্বপন চক্রবর্ত্তী এই প্রতিবেদককে আক্ষেপ করে বলেন-‘আমি জীবন সায়াহ্নে এসে শেষ সময়ে এই সম্মানটুকু দেখে যেতে পারব কি? আমার সাথে মনোনীত হওয়ায় অনেক শিল্পীই তো মারা গেছেন।’
লক্ষীপুরের আরেক কিংবদন্তিতুল্য লোকসংগীতশিল্পী হোসেন বয়াতি বলেন-‘আট বছর ধরে শুনে আসছি যে আমি লোকসংগীতে জেলা শিল্পকলা অ্যাক্যাডেমি সম্মাননা পদকে মনোনীত হয়েছি। কিন্তু আজ পর্যন্ত এর বাস্তবায়ন দেখিনি। শেষ পর্যন্ত দেখে যেতে পারবো কিনা, জানিনা।’
দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে দেশের যাত্রাশিল্পকে জাতীয় নাট্যের স্বীকৃতিপ্রাপ্তির জন্য কাজ করে যাওয়া প্রথম সারির সংস্কৃতিবোদ্ধা ও কবি বেলায়েত হোসেন (ভিপি বেলায়েত) বলেন-‘জেলা পর্যায়ে এইরকম রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের উদ্যোগকে স্বাগত। তবে লক্ষ্মীপুরে দীর্ঘ আট বছর ধরে এই পদক প্রদান কার্যক্রম স্থগিত থাকা সত্যি দুঃখজনক। আমি পদক প্রদান কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান করবো, শীঘ্রই শিল্পীদের যথাযথ সম্মাননা পদক প্রদান করে সরকারের এ প্রক্রিয়াকে চলমান রাখবেন।’
জেলা কালচারাল অফিসার কামরুল হাসান বলেন- ‘দীর্ঘদিন এই জেলা শিল্পকলা সম্মাননা পদক প্রক্রিয়াটি স্থগিত রয়েছে। আমি ডিসি স্যারের সাথে এ বিষয়ে কথা বলেছি। তিনি সময় দিলেই সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান করা যাবে।’
জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দকে মুঠোফোনে চেষ্টা করে পাওয়া না যাওয়াতে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আরো পড়ুন