• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

হাসপাতাল ছাড়লেন আবিদ আলী

অনলাইন ডেস্ক / ৪০৯ বার পঠিত
আপডেট: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

টানা চার দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আবিদ আলী। হৃদযন্ত্রের জটিলতা সারাতে দুই দিন দুটি অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়েছেন পাকিস্তানের এ ওপেনার।

গতকাল শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আবিদের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ক্রিকেট পাকিস্তানকে শনিবার নিশ্চিত করেন তার বাবা।

তিনি জানান, সেরে ওঠার পথে আছেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।

 

তিনি আরও জানান, আবিদের পুনর্বাসন প্রোগ্রাম দুই সপ্তাহের এবং করাচিতে চেক আপ করানো হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমাদের থাকার ব্যবস্থা করেছে। আবিদের সেরে ওঠার জন্য যারা প্রার্থনা করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।

গত মঙ্গলবার প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ব্যাট করছিলেন আবিদ। তখনই প্রথম বুকে ব্যথা অনুভব করেন তিনি। এর কিছু পরে আবারও একই জায়গায় বুকে ব্যথা অনুভব করেন আবিদ। এরপরই দলের ম্যানেজার আশরাফ আলির তত্বাবধানে তাকে চিকিৎসা ও অন্যান্য পরীক্ষার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু পরেই জানা যায় হৃদযন্ত্রের সমস্যায় পড়েছেন আবিদ।


আরো পড়ুন