• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

লোহাগাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল।।

/ ২৭০ বার পঠিত
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

রিপোর্টার মরিয়ম খানম:- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

১৮সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার চুনতি ডাক-বাংলো ইউনিটি মাঠে অনুষ্ঠিত হওয়া জমজমাট ফুটবল ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চুনতি ইউনিয়ন ফুটবল একাদশ বনাম পুটিবিলা ইউনিয়ন ফুটবল একাদশ।

৭০মিনিটের টানটান উত্তেজনাময় জমজমাট ফুটবল খেলায় চুনতি ফুটবল একাদশকে ০১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পুটিবিলা ফুটবল একাদশ। খেলা পরিচালনা করেন, উপজেলা খেলোয়াড় সমিতির রেফারী মাষ্টার নাছির আহমদ।

লোহাগাড়ার জনপ্রিয় ধারাভাষ্যকার অনির্বাণ কাইসারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌছিফ আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, লোহাগাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার শামশুল অালম,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম,
চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, পুটিবিলা ইউনিয়নের চেয়ারম্যান হাজ্বী ইউনুছ, সাবেক চেয়ারম্যান ফরিদুল অালম সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, উপজেলার কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।

খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন এবং সেরা খেলোয়াড়দের হাতেও পুরস্কার দেওয়া হয়।


আরো পড়ুন