• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

জামালগঞ্জে সাহিত্যিক হতে চান একাদশ শ্রেণী’র ছাত্র নজির আল হোসাইন

/ ৩১২ বার পঠিত
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

জামালগঞ্জ উপজেলাধীন বেহেলী ইউনিয়নের বেতাল আলীপুর গ্রামের মো:মাফিক মিয়ার পুত্র মো:নজির আল হোসাইন(১৮)জন সাধারনের কাছে দোয়া কামনা করেন। তিনি জামালগঞ্জ সরকারী কলেজে একাদশ শ্রেণীতে অধ্যায়ন করছেন।তার মনোভাব বিশ্ব কবি ও জাতীয় কবির ভক্ত হয়ে সাহিত্যরসের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।
সেই মননিয়ে তিনি নবম শ্রেণীতে অধ্যায়ন কালীন সময়ে মন থেকে কবি গুরুর শিষ্য হিসেবে কলমের টানে ভেসে উঠে মনের দাবীর কিছু কথা কবিতা আকারে——

“মনের দাবী”
আমার মনের একটি মনের একটি দাবী–
কখনো কখনো নিজেকে ভাবি,
রবীন্দ্র -নজরুলের শিষ্য।
তাঁদের মন্ত্রে হয়ে বস–
উপভোগ করে সাহিত্য রস,
জয় করিব বিশ্ব।।
উতাসীমন আমায় বলে–
যেওনা তুমি সৈ দলে,
যেথায় সাহিত্য আছে।
গল্প নাওয়ের রঙ্গিন পালে–
কবিতার ঐ ছন্দের তালে,
কোমর দুলিয়ে নাচে।।
রক্ষা করতে মনের দাবী–
কলম হাতে নিলাম আমি,
লেখলাম একটি গদ্য।
মিষ্টি মধুর গন্ধ দিয়ে–
বাক্স ভরা নিয়ে,
কাছে ডাকে পদ্য।।
চোখ দুটি মোর যে দিকে যায়–
ডাকে আমায় আয় চলে আয়,
উপন্যাসের বিশাল ঘরে।
মনে আমার দাবী জানাই–
তোমরা যদি দাও মোরে ঠাই,
থাকব আমি জনম ভরে।।
সাহিত্যের রচক যারা–
কোন এক দিন মরবেন তাঁরা,
মরবেনা তাদের লিখা।
সাহিত্য বিশাল জল সিন্ধু,
তাহার আছে শীর্ষ বিন্ধু
আমি পাব কী তাঁহার দেখা।।

ছবি সংযুক্তি
অমৃত জ্যোতি,
০১৭১৩৮০০৭৬৪
সাধারন সম্পাদক
মধ্যনগর প্রেসক্লাব, সুনামগঞ্জ।


আরো পড়ুন