• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

জামানত হারালেন নৌকার প্রার্থী

অনলাইন ডেস্ক / ১৫৬ বার পঠিত
আপডেট: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

পঞ্চগড় সদর ইউনিয়নের বাসিন্দা পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান। কিন্তু এমপির ইউনিয়নেই জামানত হারিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী। সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলামের ভরাডুবি হয়েছে। তিনি পেয়েছেন মাত্র ৯৪৩ ভোট। এই ভোট নিয়ে চতুর্থ হয়েছেন তিনি। ন্যূনতম ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নজরুল ইসলাম ৩ নম্বর পঞ্চগড় সদর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর এই ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামে বর্তমান সাংসদ মজাহারুল হকের বাড়ি।

আজ সোমবার বিকেলে তার জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এই ইউনিয়নে মোট ১৬ হাজার ৪২১ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ৪২৯ ভোট বাতিল হয়েছে। ৬ হাজার ২৭৭ ভোট পেয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আল ইমরান মোটরসাইকেল প্রতীকে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দলটির আরেক বিদ্রোহী সিরাজুল ইসলাম। তিনি আনারস প্রতীকে ৫ হাজার ৮৭১ ভোট পেয়েছেন। তৃতীয় অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান। তিনি চশমা প্রতীকে ২ হাজার ২৩৮টি ভোট পেয়েছেন।

গতকাল রোববার পঞ্চগড় সদর উপজেলার ১০টি এবং আটোয়ারী উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


আরো পড়ুন