• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে জরিমানা!!

/ ২২২ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া(বাবু)-(কুমিল্লা জেলা প্রতিনিধি):মঙ্গলবার জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর,কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে জেলার সদর দ‌ক্ষিণ উপ‌জেলার টমসন ব্রিজ এলাকায় তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।এ সময় মেয়াদ উত্ত‌ীর্ণ পণ্য বিক্র‌য়ের অ‌ভি‌যো‌গে সরকার ষ্টোর‌ নামের প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা এবং ঔষ‌ধের গা‌য়ের মুল্য কাটাকা‌টি ক‌রে বিক্রয় করার অ‌ভি‌যো‌গে নাহার মে‌ডি‌কেল হল‌ নামের একটি ফার্মেসী কে ৫,০০০ টাকা জ‌রিমানা করা হয়।এছাড়াও জনাব মো: মে‌হেদী হো‌সেন না‌মের একজন ভোক্তার অ‌ভি‌যো‌গের প্রে‌ক্ষি‌তে ই‌পি‌জেড এলাকার কিং ফিসার রেস্টু‌রেন্ট‌কে গা‌য়ের মূ‌ল্যের চে‌য়ে বে‌শি দা‌মে পেপ‌সি বিক্র‌য়ের অ‌ভি‌যো‌গে ২,০০০ টাকা জ‌রিমানা করা হয়।এবং অ‌ভি‌যোগকারী হি‌সে‌বে জনাব মে‌হেদী‌কে আগামীকাল জ‌রিমানার ২৫% হিসা‌বে ৫০০ টাকা প্রদান করা হ‌বে।
অপর দি‌কে,সোমবার একই এলাকার আদর্শ সদর উপ‌জেলার অং‌শে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে অননু‌মো‌দিত বি‌দেশী সাবান ও কস‌মে‌টিক্স বিক্র‌য়ের অ‌ভি‌যো‌গে ডায়মন্ড কন‌ফেকশনারী‌কে ৮,০০০ টাকা এবং একই অ‌ভি‌যো‌গে এ‌লিটস কন‌ফেকশনারী‌কে ৪,০০০ টাকা জ‌রিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম এর নেতৃত্বে প‌রিচালিত এ অভিযানে জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর অম‌লেন্দু ভান্ডারী এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম এসময় সা‌র্বিকভাবে সহ‌যো‌গিতা ক‌রেন।ভোক্তা অধিকার সংরক্ষণে এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান জেলা সহকারী পরিচালক আসাদুল ইসলাম।


আরো পড়ুন