• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

কুমিল্লা নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা।

/ ২৮৬ বার পঠিত
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

সাইফুল ইসলাম ফয়সালঃ(কুমিল্লা প্রতিনিধি)
ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর যৌথ অর্থায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়য়ের স্থানীয় বিভাগ কর্তৃক কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু। সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ।

সভায় জানানো হয়,পাঁচ বছর মেয়াদের নতুন প্রকল্পটিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা, ফুটপাথ,ড্রেন নির্মাণ, শিক্ষা সহায়তা, ক্ষুদ্র ব্যবসায় সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে। এই কার্যক্রম কুমিল্লাসহ দেশের ২০শহরে পরিচালিত হবে।


আরো পড়ুন