• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় আটক-১!!

/ ৪৮২ বার পঠিত
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

নোয়াখালীপ্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক তানভির আহমেদ’র উপর হামলার ঘটনায় পার্থ চৌধুরী(২৫), নামে একজনকে আটক করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। প্রভাষককে হামলার ঘটনার ২দিনের মধ্যে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, পার্থ চৌধুরী মামলার এজহার ভুক্ত আসামি।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সরকারি মুজিব কলেজে ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ২০১৮ এর ইংরেজী পরীক্ষা চলাকালে ১০১ নং কক্ষের পরীক্ষা হলে অনৈতিক সুবিধা না দেয়ার জের ধরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার সময় কবিরহাট পৌরসভা ছাত্রলীগের নেতা তানভীর আহম্মেদ তানজিল ও ফয়সাল আসাদ বিন আজাদের নেতৃত্বে উপজেলার সরকারি মুজিব কলেজের প্রভাষক তানভীর আহমেদের উপর এ হামলার ঘটনা ঘটে।


আরো পড়ুন