• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

র‍্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে এনামুল হক র‍্যাবের হাতে আটক !

মোঃ শাকিল মিয়া, গাইবান্ধা প্রতিনিধি / ৪২৩ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ি থেকে এনামুল হক (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) রাতে পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৩ গাইবান্ধার (সিপিসি-৩) একটি দল।
এনামুলের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পাঠানপাড়ায়। এনামুল ওই গ্রামের ইয়াত আলীর ছেলে।
গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের কর্মকর্তা ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতার এনামুল হক নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। একাধিক ভুক্তভোগীর অভিযোগে অভিযান চালিয়ে পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড থেকে এনামুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এনামুল ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। প্রতারণার ঘটনায় এনামুলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মামলা হয়েছে। মামলার পর এনামুলকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আরো পড়ুন