• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

ত্রিশালে ৩শ কে‌জি নিষিদ্ধ ‌পিরানহা মাছ জব্দ !

ইমরান হাসান বুলবুল,ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি / ৪৮১ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে মা‌ছের আড়‌তে অ‌ভিযান চালিয়ে ৩শ কে‌জি নিষিদ্ধ ‌পিরানহা মাছ জব্দ ক‌রে‌ছে উপ‌জেলা মৎস্য অ‌ধিদপ্তর।

আজ মঙ্গলবার (১৯ অ‌ক্টোবর) সকা‌লে উপজেলা সি‌নিয়র মৎস্য কর্মকর্তা তোফা‌য়েল আহ‌মে‌দের নেতৃ‌ত্বে  ত্রিশাল মা‌ছের আড়‌তের পিছনের অংশে অভিযান চালিয়ে মাছগুলি জব্দ করা হয়।

অ‌ভিযা‌নে জব্দকৃত পিরানহা মাছ প্রথমে উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে এনে রাখা হয়। পরে সেখা‌নে থে‌কে বি‌ভিন্ন আশ্রম কেন্দ্র ও এ‌তিমখানায় বিতরণ করা হয়।

মাছ বিতরণ কা‌লে উপ‌স্থিত ছি‌লেন, সম্প্রসারণ কর্মকর্তা শাহ‌রিয়ার রহমান বিল্লাল সহ মৎস্য অ‌ফি‌সের অন্যান্য কর্মকর্তাগণ।

ত্রিশাল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফা‌য়েল আহ‌মেদ ব‌লেন, নিয়‌মিত অ‌ভিযা‌নের প্রেক্ষি‌তে সকাল ৯টার সময় ‌ত্রিশাল মা‌ছের আড়‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৩শ কে‌জি নিষিদ্ধ ‌পিরানহা মাছ জব্দ ক‌রা হয়। তবে এ সময় মাছ চাষীকে শনাক্ত করা যায়‌নি।


আরো পড়ুন