• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনে থাকাকালে রাজনৈতিক কথা বলা লজ্জাজনক: হানিফ

অনলাইন ডেস্ক / ১৫৬ বার পঠিত
আপডেট: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশনে দায়িত্বে থাকাকালে কেউ রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বললে তা জাতির জন্য লজ্জাজনক।

আজ বুধবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে দুইটি ১০ তলা বিশিষ্ট ছাত্র-ছাত্রী আবাসিক হলের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘স্বাধীনতায় বিশ্বাস করে না যারা তারাই দেশের উন্নয়ন অগ্রগতি দেখতে পারে না। স্বাধীনতা বিরোধীরা সরকারের উন্নয়ন অগ্রগতি মেনে নিতে কষ্ট হয় বলেই অন্তরজ্বালা থেকে বিভ্রান্তিকর মন্তব্য করে থাকেন।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন অগ্রগতি মেনে নিতে কষ্ঠ হয় বলেই অন্তরজালা থেকে স্বাধীনতা বিরোধীরা বিভ্রান্তিকর মন্তব্য করে থাকেন।

ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শেখ আবদুস সালাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


আরো পড়ুন