• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

তালায় আবারো ডেঙ্গু আক্রান্ত দুই সন্তানের জননীর মৃত্যু!!

/ ২৫০ বার পঠিত
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

রিপোর্টার জহর হাসান সাগর:- সাতক্ষীরার তালায় ডেঙ্গু (এডিস মশার কামড়ে) আবারও একজন গৃহিনীর মৃত্যু হয়েছে । তিনি মঙ্গলবার রাত্র আনুমানিক ১২টার দিকে মৃত্যু বরন করেছেন । পারিবারিক সুত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামের রফিকুল মোড়লের স্ত্রী ও ২ সন্তানের জননী রহিমা বেগম(৪৪) এর হঠাৎ করে প্রায় ১ সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছিলেন । পরে গত বুধবার পরীক্ষা-নিরীক্ষা করলে রির্পোটে ডেঙ্গু রোগ ধরা পরে ।

পরে তালা হাসপাতালে ভর্তি করা হলে তার জ্বর না কমায় আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত্র আনুমানিক ১২টার দিকে মৃত্যু বরন করেন । তিনি ডায়বেটিস রোগেও ভুগছিলেন । বুধবার সকালে তার জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হযেছে ।উল্লেখ্য যে,এই নিয়ে তালায় ডেঙ্গু(এডিস মশাড় কামড়ে) ৩ জনের মৃত্যু হয়েছে ।


আরো পড়ুন