• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বাক’র নির্বাচনে নুরু-হুমায়ুন পরিষদের জয়লাভ

অনলাইন ডেস্ক / ২০৯ বার পঠিত
আপডেট: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যের বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেক্টিকাটের (বাক) দ্বিবার্ষিক নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে নুরু-হুমায়ুন পরিষদ।

গত রোববার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটগ্রহণের পর নানা প্রতিকূলতা ও নাটকীয়তার পর বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে অনানুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে নুরু-হুমায়ুন পরিষদের সভাপতি পদে নুরুল আলম নুরু পেয়েছেন ৮৬৪ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. তামিম আহমেদ পেয়েছেন ৭৫২ ভোট, সহ-সভাপতি-১ পদে তারেকুল আম্বিয়া (তারেক) পেয়েছেন ৮৬৫ ভোট; প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদ রহমান আজিজ পেয়েছেন ৭৩০ ভোট।

কমিশনের গাফিলতি ও খামখেয়ালিপনার কারণে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটগ্রহণের অসমাপ্ত ভোট গণনা প্রায় দুই দিন পিছিয়ে যায়। সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অসমাপ্ত ভোট গণনার কথা ছিল। পুলিশ স্টেশনে জমা রাখা ব্যালট বাক্স ফেরত না পাওয়ায় ভোট গণনা প্রায় দুই দিন পিছিয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী চারটি ভোটকেন্দ্রে বাকের দ্বিবার্ষিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


আরো পড়ুন