• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:০৪ অপরাহ্ন

তালায় অবৈধ ভাবে বালি উত্তোলনের অভিযোগে কার্গো মালিকের সাজা!!

/ ২৭০ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

রিপোর্টার জহর হাসান সাগর:- সাতক্ষীরার তালায় মহাকবি মাইকেল মধুসুধন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদে অবৈধ ভাবে বালি উত্তোলনের অভিযোগে একটি কার্গো আটক সহ মালিকে এক(১) মাসের সাজা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন ।

উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানাযায়,পাইকগাছা উপজেলার রাড়–লী গ্রামের লুৎফর রহমানের ছেলে আতিয়ার রহমান (মতিয়ার) দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছিল । আজ সোমবার উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া নামক স্থানে অবৈধ ভাবে বালি উত্তোলন করছিল । উক্ত সময় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন । তিনি সেখানে হাজির হয়ে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে বালি মহল ও মাটি ব্যাবস্থপনা আইন ২০১০এর (১৫)১ ধারার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কর্গো জব্দ ও মালিককে ১ মাসের জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন ।


আরো পড়ুন