• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জের চরহাজারীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান!

/ ৩০২ বার পঠিত
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

নোয়াখালী প্রতিনিধি:- আব্দুলইমরান
কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইটি শ্যালো মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, উপজেলার চরহাজারী আবু মাঝির হাট সংলগ্ন ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দুইটি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এসময় বালু উত্তোলনে ব্যবহ্নত পাইপগুলো ধ্বংস করা হয়।

জনাব ইয়াছিন আরো জানান, অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের বিষয়ে প্রশাসন সোচ্চার রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোকনা কেন, কাউকে ছাড় দেয়া হবেনা।


আরো পড়ুন