• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন

লোহাগাড়ায় কলেজের সামনে আবর্জনার ডিপো: প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি

/ ২৮৬ বার পঠিত
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

মরিয়ম খানম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজের সামনে প্রতিদিন ফেলা হচ্ছে ময়লা-আর্বজনা। ফলে ময়লার দুর্গন্ধে কলেজ ও আশ-পাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধের কারণে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদেরকে নাক চেপে কলেজে আসা-যাওয়া করতে হয়। এ থেকে প্রতিকার চেয়ে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে।

২ সেপ্টেম্বর সকাল ১১টার সময় কলেজ ছাত্র নাইমুল ইসলাম মুরাদের নেতৃত্বে একটি টিম নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি জমা দেয়।

তারা জানায় দাবি আদায় না হলে শিক্ষার্থীরা আন্দোলনে নামবে

জানা গেছে, উপজেলা সদরের বটতলী শহরের ময়লা-আর্বজনা গাড়িতে করে রাতের আঁধারে প্রতিদিন কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফেলা হচ্ছে।


আরো পড়ুন