• রবিবার, ০৪ জুন ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন

নিয়ামতপুরে ফাঁস  দিয়ে গৃহবধূর আত্মহত্যা !

মোঃইমরান ইসলাম,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি / ১৫৫ বার পঠিত
আপডেট: শনিবার, ৩১ জুলাই, ২০২১

নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে ছানোয়ারা বিবি(৩০)নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার(৩০ জুলাই)সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ছানোয়ারা বিবি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিরা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছানোয়ারা বিবি স্বামীর বাড়ি থেকে দেড় বছর আগে বাবার বাড়িতে এসেছিলেন।তারপর তিনি আর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যেতে চায় নি।
বৃহস্পতিবার বিকালে মায়ের উপর অভিমান করে,পরিবারের সবার অজান্তে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত  করে জানান,লাশটি উদ্ধার করে,ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আরো পড়ুন