• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

১০ মিনিটের ব্যবধানে করোনার ২ টিকা নিলেন তিনি

অনলাইন ডেস্ক / ১৯২ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

১০ মিনিটের ব্যবধানে করোনার দুই ডোজ টিকা নেওয়া ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যিনি নিয়েছেন তার নাম বাশারুজ্জামান (৩৮)। তিনি খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বাসারুজ্জামান বলেন, ‘আমি তো নিয়ম জানি না। কাগজ নিয়ে টিকা কেন্দ্রে আসছি। উনি (নার্স) কলেন, জামা খোলেন। আমি জামা খুললাম আর উনি আমাকে একটা টিকা দিলেন। পরে এসে আবার দাঁড়ায়ছি। আরেক নার্স বলেন, ভেতরে যান। আবার জামা খুলছি আবার দিছে। পরে ম্যাডামকে বলছি, ম্যাডাম এইটা (টিকা) দুটো করে কি না। তখন ম্যাডাম বলেন দুইটা হবে কেন। এখন সমস্যা হবে কি না জানি না।’

তবে কর্তব্যরত নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটা একটা ভুল, তিনি একবার টিকা নিয়েছেন। অথচ আমাকে বলেন নাই।’

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান মারুফ বলেন, টিকা নেওয়ার আগে কেন ওই ব্যক্তি বলেননি যে তিনি আগে একবার টিকা নিয়েছেন। এটা টিকাগ্রহীতার ভুল। তিনিই দায়ী। তবে দুবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না। তাঁর শারীরিক খোঁজখবর রাখা হবে।


আরো পড়ুন