• বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন

জাতির জনকের উপর নির্মিত ১০০ ফুট আলোকচিত্র রামু উচ্চ বালিকা বিদ্যালয়

/ ২৫৯ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ★বিশ্ববন্ধু ★উপাধিতে ভূষিত করায় কক্সবাজার জেলার রামু উপজেলার রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা একদিনের টিফিনের টাকা দিয়ে জাতীয় শোক দিবসে জাতির জনকের উপর প্রস্তুতকৃত দীর্ঘ ১০০ ফুট লম্বা আলোকচিত্র প্রদর্শনীটি ছাত্রীরা দেশরত্ন গনতন্তের মানষকন্যা ও মানবতার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে বিশ্ববন্ধুকে নতুন প্রজন্মের কাছে স্মরণী করে রাখতে চায়।

উল্লেখ্য গত ৫ আগষ্ট রামু বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এই আলোকচিত্রটি প্রদর্শিত করা হয়।রামু উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরোয়ার কাজল, নির্বাহী অফিসার প্রনয় চাকমা আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। এ সম্পর্কে রামু উচ্চ বালিকা বিদ্যালয় এর সহকারি শিক্ষক ও রামুর সামাজিক ও মানবিক সংগঠন এর প্রধান সুমত বড়ুয়া বলেন, যদি প্রধানমন্ত্রী কাছে পৌঁছানো যায় তাহলে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আর্দশ ধারন করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে জাবেন। উক্ত আলোকচিত্র প্রদর্শনী স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উক্ত আলোকচিত্রটি পরিদর্শন করে স্কুলের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আরো পড়ুন