• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

লকডাউনের দ্বিতীয় দিনে ২১২ জনকে জরিমানা র‍্যাব !

ডেস্ক রিপোর্ট / ১৫৫ বার পঠিত
আপডেট: রবিবার, ২৫ জুলাই, ২০২১

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ২১২ জনকে ১ লাখ ৯১ হাজার ৪৭০ টাকা জরিমানা করেছে র‌্যাব।

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অর্থদণ্ড করেন।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান তথ্যটি জানান।

তিনি বলেন, কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে জনসচেতনতা বৃদ্ধি করতে সারাদেশে মাঠে ছিল র‌্যাব। র‌্যাবের নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল ও চেকপোস্ট ছিল।

ইমরান খান আরও বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র‌্যাবের ১৮০টি টহল ও ১৮৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনাপ্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্বাস্থ্যবিধি চলতে উদ্বুদ্ধ করা হয়। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এছাড়া বিনামূল্যে প্রায় দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজারও সরবরাহ করা হয়।


আরো পড়ুন