• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

নিয়ামতপুরে কর্মহীন বৃদ্ধের আর্তনাদ অনাহারে জীবনযাপন !

মোঃ ইমরান ইসলাম,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি / ২০২ বার পঠিত
আপডেট: রবিবার, ২৫ জুলাই, ২০২১

 কাজ চাই, কাজ চাই বলে,ক্ষুধার জ্বালায় ৬৫ বছর এক বৃদ্ধের এমনি আর্তনাদ।বলছি,এমন একজন ব্যক্তি যার বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের সিদাইন গ্রামের বাসিন্দা খুদন কবিরাজ।দীর্ঘদিন করোনায় লকডাউনের কারণে দিনমজুর খুদন কবিরাজ কর্মহীন হয়ে পড়েছে।সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়,খুদন কবিরাজ দিনমজুরী ও কিছু  ছাগল বর্গা পালন করে জীবনযাপন করে।নেই বয়স্ক ভাতা, না করে ভিক্ষাবৃত্তি। এখন লকডাউনের সময় কর্মহীন হয়ে পড়়ায় অনাহারে অর্ধানাহারে চলছে তার জীবনযাপন।
খুদন কবিরাজ জানান, গ্রামের মধ্যবিত্ত লোকদের ভাতা দেওয়া হয়। আমার তো কিছুই নেই । কেন আমাকে ভাতা  দেওয়া হয় না। আমি বিএনপি করি বলে।আমি কি এদেশের লোক নই। আমি কাজ করে খেতে চাই। আমাকে কাজ দিন।


আরো পড়ুন