• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

ঈদের দিন থেকে কোরবানির প্রাণির চামড়া তদারকি করছে মৌলভীবাজার ভোক্তা অধিকার অধিদপ্তর

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি / ১৪৬ বার পঠিত
আপডেট: রবিবার, ২৫ জুলাই, ২০২১

 পবিত্র ঈদুল আজহার কোরবানির প্রাণির চামড়া সংরক্ষণ, পরিবহন, ক্রয়/বিক্রয়, সংক্রান্ত সাপ্লাই চেইন সচল রাখার লক্ষে সার্বক্ষনিক তদারকি করার নিমিত্তে বানিজ্য মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে সারাদেশে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে ঈদের দিন থেকে ঈদের ৪থ দিন (২৪জুলাই) পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় কোরবানির প্রাণির চামড়াগুলো সংরক্ষণ, পরিবহন, ক্রয়/বিক্রয়, সংক্রান্ত সকল কার্যক্রম তদারকি করছে। জানা যায় মৌলভীবাজারে কোথাও কোন চামড়া নষ্ট হয়নি।
মৌলভীবাজারের বিভিন্ন চামড়া ব্যবসায়ী কর্তৃক ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম দিয়ে প্রায় ২০ থেকে ২২ হাজার গরুর চামড়া কিনা হয়েছে যেগুলো ভালো দাম পাওয়ার আশায় লবন দিয়ে সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে।


আরো পড়ুন