• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

ঢাকা মহানগর দ. ছাত্রলীগ কর্তৃক জাতীয় শোক দিবস পালিত

/ ৩১৩ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

বিশেষ প্রতিনিধিঃ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গুলিস্তান মহানগর নাট্য মঞ্চে এক আলোচনা সভায় ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মাননীয় কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার, উপ শিক্ষা মন্ত্রী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক তারিক সাঈদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেদওয়ানুল হক চৌধুরী শুভন, সাধারন সম্পাদক গোলাম রাব্বানি, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তারিক সাঈদ ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা ও তরুন প্রজম্বের আদর্শ এডভোকেট মোঃ আবু নাছির মজুমদার। অনুষ্ঠানের- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেত্ববৃন্দ সহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মী।

সভার শুরুতে ৭৫ এর ১৫ আগষ্ট শাহদাৎ বরণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মোঃ জুবায়ের আহমেদের সঞ্চালনা সভায় বক্তারা বলেন- আগষ্ট মাস বাঙালি জাতির বেদনার মাস। আগষ্ট এলেই পরাজিত শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার স্বর্নিভর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।


আরো পড়ুন