• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

অলিম্পিক লরেল জয় করলেন মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক / ১৮৩ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

খেলোয়াড়রা এই পৃথিবীর রূপান্তরে নেতৃত্ব দিতে পারে বলে মনে করেন নোবেল বিজয়ী বাংলাদেশি প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ অলিম্পিক লরেল গ্রহণ করে তিনি এই মনোভাব জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক স্টেটাসে মুহাম্মদ ইউনূস লেখেন, তিনি মনে করেন পৃথিবীর অ্যাথলেটরা কার্বণ নি:সরণ শূণ্যে নামিয়ে আনতে, দারিদ্র দূর করার জন্য সম্পদ কুক্ষিগত করা থামাতে এবং সবার ভেতরের উদ্যোক্তা শক্তি কাজে লাগিয়ে কর্মসংস্থানের অভাব দূর করতে কাজ করতে পারে। খেলার মাধ্যমে এই বিশ্বকে আরো শান্তির পৃথিবীতে রূপান্তর করতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সফল হবে বলেও আশা করেন তিনি।

অলিম্পিক লরেল পদকের জন্য ধন্যবাদ জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, এটি তার জন্য বিশেষ কিছু।

 


আরো পড়ুন