• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৫ ডেঙ্গু রোগী

অনলাইন ডেস্ক / ১৮৪ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

অতিমারি করোনার প্রকোপের মাঝেই দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় ৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

যারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র জানায়, এখন চিকিৎসাধানী রোগীর সংখ্যা ৩৯০ জন। যার মধ্যে ৩৮৭ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৩ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারি পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

পরিসংখ্যানে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার (২০ জুলাই) পর্যন্ত সারাদেশে ১ হাজার ৪৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৭ জন।

 


আরো পড়ুন