• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

রক্ত নিয়ে মুজাহিদ”র সেই আলোড়ন সৃষ্টি করা কবিতা।

/ ৪০৪ বার পঠিত
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

রক্ত নিয়ে লিখা মুজাহিদ এর সেই আলোড়ন সৃষ্টি করা কবিতাটি।

আজ ধন্য আমি ধন্য আমার মন,
সদা প্রস্তুত থাকি হলে রক্তের প্রয়োজন।
শরির সুস্থ থাকলে করি রক্তদান
আমার দেওয়া রক্তে বেঁচে যায় একটি প্রাণ।

তরুণরা আজ ছুটছে রক্তদানে,
তারা আর ডুবেনা মাদকের টানে।
অসৎ কাজে নিজেকে করিনা ধবংস,
রক্তদানে হয় উন্নতি দেহের প্রতিটি অংশ।

রক্তদানে স্রষ্টা খুশি, খুশি হয় তার সৃষ্টি,
রক্তের আহবান আসলে দেবো তাতে দৃষ্টি।
সৃষ্টির সেরা আমরা আশরাফুল মাখলূকাত
রক্তদানে হয়না দেখা কোন জাতপাত।

একদা সময় ছিলো রক্তের জন্য হাহাকার,
সময় এখন রক্তদাতাদের জয়-জয়কার।
ঘরে ঘরে তৈরি হচ্ছে একেকটি রক্তদাতা,
হাসপাতালে বন্ধ হচ্ছে দালালদের প্রতিবন্ধকতা।

মহৎ কাজে খুললো এক নতুন দুয়ার,
এগিয়ে চলুক রক্তদানে তারুণ্যের জোয়ার।
মানবতার নতুন দৃষ্টান্ত দেখতে লাগে বেশ,
রক্তদানে এগিয়ে যাচ্ছে প্রিয় বাংলাদেশ।

লেখকঃ- মোজাহিদ
এডমিন-কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি।


আরো পড়ুন