• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

সাদুল্লাপুর থানায় অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

মোঃ শাকিল মিয়া, গাইবান্ধা প্রতিনিধি / ১৩৭ বার পঠিত
আপডেট: শনিবার, ১৯ জুন, ২০২১

অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে এক অগ্নি-নির্বাপণ ১৭ জুন ( বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২ ঘটিকায় সাদুল্লাপুর থানা কম্পাউন্ডে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহায়তায় অনাকাঙ্খিত অগ্নিকান্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে সংস্থায় নিয়োজিত এমপ্লয়িদেরকে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দানে নিকটস্থ সাদুল্লাপুর ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ সহিদার রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের অফিসার ও ফোর্সগণের একটি চৌকস অগ্নি নির্বাপক দল সংশ্লিষ্ট সাদুল্লাপুর থানায় অফিসার ও ফোর্সগন মহড়ায় অংশ গ্রহন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, অফিসার তদন্ত মোস্তফিজ দেওয়ান। মহড়া শেষে মহড়ার আয়োজক ও সকল পুলিশ সদস্যকে সাদুল্লাপুর অফিসার ইনচার্জ মাসুদ রানা, ফায়ার সার্ভিসের দলকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং যাতে কোন অগ্নি দুর্ঘটনা না ঘটে এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।


আরো পড়ুন