• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে: ভাবনা

অনলাইন ডেস্ক / ১৯৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

‘আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে’- এভাবেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি।

রোববার ( ১৩ জুন) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটের দিকে এ পোস্ট দেন তিনি। তার এমন স্ট্যাটাসে মুহূর্তেই ঢালিউড পাড়ায় হৈচৈ পড়ে যায়। সময়ের আলোচিত এ নায়িকার পাশে দাড়িয়েছেন অনেকেই। এবার তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

হ্যাশট্যাগ ‘জাস্টিস ফর পরীমনি’ লিখে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো:-

ভাবনা লিখেছেন, ‘পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে। একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে। সম্মান একটা পিঁপড়ারও আছে। পরীমনি একজন নায়িকা। হ্যাঁ, বাংলা সিনেমার নায়িকা। তো! তার সাথে যা খুশি তাই করা যাবে। এই পিতৃতান্ত্রিক সমাজে যত বড় হচ্ছি তত নিজেকে অতি ক্ষুদ্রভাবে দেখতে পাচ্ছি।’

ভাবনা আরও লেখেন, ‘একজন নারী সে ঘরের বউ হোক, পার্লারে কাজ করা মেয়ে হোক, বিশাল কাঁচের রুমে বসে অফিস করা মেয়ে হোক, গার্মেন্টস কর্মী হোক, ডাক্তার হোক, লেখক হোক আর যদি নায়িকা হয় তাহলে তো কথাই নাই। সবাইকে সহ্য করতে হয়, অসম্মান, সবাইকে।’

পরীর পাশে আছি উল্লেখ করে ভাবনা স্ট্যাটাসের শেষে লেখেন, ‘পরী তুমি ভাঙবে না প্লিজ। কারো জন্যে প্রতিবাদ করব আর কারো জন্যে করব না, তাও আমাদের ছকে বাঁধা। কী যোগ-বিয়োগের পৃথিবীরে বাবা।’


আরো পড়ুন