• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ আরও ১৬ দিন

অনলাইন ডেস্ক / ১৭৫ বার পঠিত
আপডেট: সোমবার, ১৪ জুন, ২০২১

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনার সংক্রমণ রোধে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৬ দিন বাড়ানো হলো।

ফলে প্রতিবেশী দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত। রোববার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

অতিমারি ক‌রোনা ভাইরাস প‌রি‌স্থি‌তির কার‌ণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এর মেয়াদ শেষ হয় গত ৯ মে। আবার নতুন ক‌রে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়া‌নো হয়, যা গত ২৩ মে শেষ হয়।

এরপর সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়ানোর পর ফের ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। যা সোমবার (১৪ জুন) শেষ হওয়ার কথা ছিল। এরমধ্যেই আবারও বাড়ানো হলো ৩০ জুন পর্যন্ত সময়সীমা।


আরো পড়ুন