• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

ম্যাচ নিষিদ্ধ এবং জরিমানা, উভয় শাস্তি মেনে নিলেন ‍সাকিব

অনলাইন ডেস্ক / ২০৩ বার পঠিত
আপডেট: রবিবার, ১৩ জুন, ২০২১

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শাস্তি পেলেন আবারও। তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। সাকিবও সেটা  মেনে নিয়েছেন। সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ এই শাস্তির কথা জানান। আজ সন্ধ্যায় গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সাকিবের শাস্তি  নিয়ে এর আগে অনেক দফারফা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় ধানমন্ডিতে সংবাদ সম্মেলন ডেকেছিলেন বিসিবির সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ। কিন্তু সময়ের আগেই সেই সম্মেলন বাতিল করা হয়।

ওয়েস্টিন হোটেলে থাকা অবস্থায় রেফারি মোরশেদুল আলমের পাঠানো শাস্তির নোটিশ হাতে পান সাকিব। লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ এনে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি।

অপরাধ স্বীকার করে চিঠিতে স্বাক্ষর করেছেন বলে আর কোন শুনানি হবে না।


আরো পড়ুন