• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

বঙ্গবন্ধুর নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবেনা- আনোয়ার হোসেন মঞ্জু এমপি

/ ৩৩০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

মোঃ বাদল পিরোজপুর প্রতিনিধিঃ জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবেনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বাধীনতার প্রতিক। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল বাঙালির মাঝে বেঁচে থাকবে। বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন, পৃথীবিতে যে সকল দেশ স্বাধীন হয়েছে বা হবে তাদের সকলের উৎসাহ প্রেরণার প্রতিক। গতকাল পিরোজপুরের ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ৭ কোটি বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়ে স্বাধীনতার পথে গোটা জাতিকে তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ করেছেন, তার ডাকে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছেন। তিনি সকল মতের সকল পথের মানুষকে একত্রিত করে একটা আন্দোলন সৃষ্টি করেছিলেন যেটা পৃথীবির মানুষ আগে দেখেনি।

৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধু ও তার দল ৯৭ ভাগ ভোট পেয়ে বাঙালি জাতির ঐক্যের প্রতীকে পরিণত হন। তাই আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। দেশ স্বাধীন হয়েছে আমাদের এক হয়ে থাকতে হবে। দেশের মানুষ যদি স্বাধীনতার সুফল না পায় তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবেনা। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, সহ সভাপতি নিজামুল হক নান্না, জাতীয় পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলার যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব সিদ্দকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু। এসময় আরো উপস্থিত ছিলেন জতীয় পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলার আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, জাতীয় যুবসংহতির ভান্ডারিয়া উপজেলা শাখার সদস্য সচিব মনির সরদার, যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, জাতীয় ছাত্র সমাজের উপজেলা আহবায়ক শিমুল আকন, উপজেলা ছাত্রীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিচান, যুগ্ম আহবায়ক আল আমিন সরদার প্রমূখ।


আরো পড়ুন