• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

কুমিল্লায় ডেঙ্গু রোগে আক্রান্ত কলেজ ছাত্রের মৃত্যু!

/ ৩৫৭ বার পঠিত
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০১৯

মোঃমমিনুল ইসলাম(বি,পাড়া থানা প্রতিনিধি): কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের কলেজ পড়–য়া এক যুবক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেছে।পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার ধান্যদৌল কালামুরিয়া সামিরের বাড়ীর হাজী আবুল হাসেমের ছেলে মোঃ মাঈনউদ্দিন(২৪) চান্দিনা রেদোয়ান আহাম্মদ ডিগ্রি কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিল।
এছাড়ার ঢাকা মীরপুর এক নাম্বারে একটি প্যারামেডিক কলেজে সপ্তাহে একদিন ক্লাস করত।সে ঢাকা কুড়িল বিশ্বরোডে ভাড়া বাসায় থাকত এবং সপ্তাহে একদিন বাড়িতে আসত।গত সোমবার সে বাড়িতে আসে।মঙ্গলবার বিকাল ৩ টায় তার জ্বর উঠলে পরদিন বুধবার ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসার জন্য নিলে ডাক্তারদের সন্দেহ হলে তাকে কুমিল্লা কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে মর্মে পরিবারের সদস্যরা নিশ্চিত হয়।৫ ভাইয়ের মধ্যে মাঈনুদ্দিন ছিল সবার ছোট।তার বড় ভাই হাবিবুর রহমান বলেন,ডেঙ্গু রোগে আক্রান্ত জানতে পেরে আমরা সেখান থেকে প্রথমে কুমিল্লা টাওয়ারে নেই,সেখানে না রাখার কারনে আমরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালের আইসিইউতে ভর্তি করি।অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে তাকে ঢাকা গ্রীণলীফ হাসপাতালে ভর্তি করি।সেখানে ওই দিন রাত সারে ১০ টায় তার মৃত্যু হয়।তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।রবিবার বাদ জোহর ধান্যদৌল কেন্দ্রিয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাকে ধান্যদৌল কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হয়।


আরো পড়ুন