• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

টেকনাফ উপজেলার সর্বত্র ডেঙ্গু মশা নির্মূলে স্ব-স্ব উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।

/ ২৮২ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

মোঃ ইয়াছিন আরফাত:- কক্সবাজারের টেকনাফ উপজেলায় ডেঙ্গু মশা নির্মূলে স্ব-স্ব উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ইউএনও মোঃ রবিউল হাসান, সহকারী কমিশনার ভুমি মুহাঃ আবুল মনসুর ও মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশের নের্তৃত্বে স্ব-স্ব অফিসে সকল স্টাফদের সাথে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন।

পরে টেকনাফ পৌর মেয়রের উপদেষ্টা পৌর আওয়ামীলীগ সেক্রেটারী মোঃ আলম বাহাদুরের সভাপতিত্বে প্রধান অতিথি ভারপ্রাপ্ত মেয়র কোহিনুর আক্তারের উপস্থিতিতে রেলী-আলোচনা সভার মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্নতা অনুষ্ঠান সম্পন্ন করে। সদর ইউপিতেও সচিব সরোয়ার কামালের সহযোগিতায় মেম্বার চেয়ারম্যানদের উপস্থিতিতে বিভিন্ন জায়গায় পরিস্কার পরিচ্ছন্নতা অনুষ্ঠান সম্পন্ন করে। পাশাপাশি নোহা মাইক্রো মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকের নের্তৃত্বে সকলে পরিস্কার পরিচ্ছন্নতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, উপজেলা পরিষদ,ইউএনও অফিস,এসিল্যান্ড অফিসসহ বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।


আরো পড়ুন