• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

স্বরূপকাঠিতে ডেঙ্গু রোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।

/ ২৩১ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

সুমন খান স্বরূপকাঠি প্রতিনিধি:- নেছারাবাদ স্বরুপকাঠীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং এ কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে অভিযান শুরু করেছে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা প্রশাসন। বুধবার সকালে ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবু’র নেতৃত্বে স্বরূপকাঠি পৌর এলাকার বিভিন্ন এলাকা, জগন্নাথকাঠি বন্দর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আশেপাশের এলাকার ময়লা আবর্জনা, বিভিন্ন পাত্রে জমে থাকা পানি ও জঙ্গলসহ মশা জন্ম নিতে পারে এসকল আবর্জনা পরিস্কার করে সেখানে ফগার মেশিনের ঔষধ ছিটিয়ে দেন।

পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে জনগনকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এক প্রচারণা র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অভিযানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির, বিভিন্ন ওয়ার্ডের কমিশনার, বন্দর ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেয়।


আরো পড়ুন