• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

কুমিল্লা বুড়িচং কাবিলা বিদ্যালয়ে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতার সপ্তাহ- ১৯ইং উৎযাপন।

/ ৩৩৬ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

মোঃ জানে আলম-“নিজ আংগিনা পরিস্কার রাখি” সবাই মিলে সুস্থ থাকি” এই শ্লোগানকে সামনে রেখে- দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ- ২০১৯ইং উৎযাপন উপলক্ষে কাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত আজ ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়- সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফয়জুন্নেছা সিমা বলেন- এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে করনীয়, ডেঙ্গুতে আর ভয় নয়, তাকে প্রতিরোধ করতে হবে।

নিজ আঙিনা প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। ফুলের টব,বদ্ধ জায়গাগুলোতে যেন পানি জমে না থাকে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে।
পরিশেষে এই গরমে ডাবের পানি,লেবুর শরবত বেশি বেশি করে খেতে বলেন। এসময়ে উপস্থিত ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃদ্ধ, সকল শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকসহ এলাকাবাসী।


আরো পড়ুন