• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

র‌্যাব পরিচয়ে চাদাঁবাজীর অভিযোগে আটক দুই যুবক!!

/ ৩১৯ বার পঠিত
আপডেট: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

ঝালকাঠি প্রতিনিধিঃ- বরিশাল বাকেরগঞ্জে র‌্যাব পরিচয়ে চাদাঁবাজী করতে গিয়ে জনতার হাতে ঝালকাঠির দুই যুবক আটক হওয়ার ঘটনা ঘটে। ৭আগষ্ট বুধবার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের মাইনুল হক দিপুর বাড়ীতে গিয়ে তারা র‌্যাব পরিচয় দিয়ে টাকা দাবী করলে তাদেরকে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় র‌্যাব পরিচয়দানকারী দুই যুবককে তারা আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন।

এ বিষয় বাকেরগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, ঝালকাঠী সদর থানার পূর্ব তারুলি গ্রামের মোঃ ইউসুফ হাওলাদারের পুত্র মোঃ মিজানুর রহমান হাওলাদার (৩৫) ও ঝালকাঠি পৌরসভার ৬নং ওয়ার্ডের মোঃ ফজলুল হক মিলনের পুত্র মোঃ সাইফুল হক লেলিন (৩৪)। সকাল সাড়ে ১০ টার সময় বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের মাইনুল হক দিপুর বাড়ীতে গিয়ে তারা র‌্যাব পরিচয় দিয়ে মাইনুলের কাছে টাকা দাবী করে। এ সময় ঐ এলাকার কয়েজন লোক ঘটনা স্থানে উপস্থিত থাকালে বিষয়টি তাদের কাছে সন্দেহ হলে এলাকাবাসী তাদেরকে আটক করে থানায় ফোন দেয়। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে আসলে আটককৃত দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় মাইনুল হক দিপু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে যার নম্বর: ৯। পরে থানা পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করেন।


আরো পড়ুন