• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

নওগাঁয় বজ্রপাতে ১৮ হাতির মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক / ২৩৪ বার পঠিত
আপডেট: শনিবার, ১৫ মে, ২০২১

বজ্রপাতে মর্মান্তিকভাবে ১৮ হাতির মৃত্যু ঘটনা ঘটেছে ভারতের আসাম রাজ্যের নওগাঁ জেলায়। বন বিভাগের সিনিয়র এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নওগাঁর কুন্ডলী এলাকায় বুধবার রাতে প্রবল বজ্রসহ বৃষ্টিপাত হয়। এসময় বজ্রপাতে ১৮ হাতির মৃত্যু হয়েছে।

কুন্ডলীর কাঠাইয়াতোলি রেঞ্জের প্রিন্সিপাল চিফ কনভারসেটর অব ফরেস্ট (ওয়াইল্ডলাইফ) অমিত সহায় বলেছেন, ওই এলাকাটি দূর্গম। উদ্ধারকারী দলের সেখানে পৌঁছাতে দুপুর লেগে যায়। সেখানে গিয়ে দেখা যায়, দুটি জায়গায় মোট ১৮ হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে।

তিনি জানান, পাহাড়ের উপরে ১৪ হাতির মৃতদেহ ও পাহাড়ের নিচে ৪ হাতি পড়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, বজ্রপাতেই হাতিগুলোর মৃত্যু হয়েছে। হাতিগুলোর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এরপরই নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর আসল কারণ।

একসঙ্গে এতগুলো হাতির মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যেও। আসামের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।


আরো পড়ুন